কুরুক্ষেত্র
চৈত্রের কাঠফাটা রোদ্দুর
উপেক্ষা করে তরতর বেড়ে উঠেছিলে
ধীরে ধীরে পল্লবিত হয়ে
প্রস্থে ও দীঘে অধিকার কায়েম
সহজ ছিল না মোটেই
সূর্যের রক্তচক্ষু কিংবা তীব্র প্রভঞ্জনে
হেলায় হারিয়েছো একদা
বিস্তারিত ডানার নিচে
পক্ষী শাবকের মত আরো কত প্রাণ
বেঁচেছে তোমার নিশ্চিন্ত আশ্রয়ে...
অবশেষে একদিন ---
তোমায় ছেড়ে তারা
আলোর অভিমুখী হয়
ঠিক যেমন জল সরে গেলে
ঘাটের বড় পাথরের শরীর থেকে
খসে পড়ে আশ্রিত শৈবাল...
আজ তুমি কালের অমোঘ স্পর্শে
বিগত বহু সমরে প্রাপ্ত
ক্ষত বয়ে বয়ে
হতমান স্থবির জৌলুসহীন
শেষ দিনের প্রতীক্ষায়
ঠিক যেন দ্বৈপায়ন তীরে
ভগ্ন উরু আহত দুর্যোধন...
কবি সব্যসাচী বাগ
শ্রীপল্লী, পূর্ব বর্ধমান
0 Comments