পার্থ সারথি চক্রবর্তী'র কবিতা






গাছতলায় মায়া

যে পথটা পাহাড়ের তলায় গিয়ে-
বাঁদিকে বেঁকে গিয়েছে, 
সেখানে একটা পুরনো হরিতকি গাছ ছিল 
গাছের নীচে এককালে ভরা সংসার ছিল 

এখন দেখি, শুধু একটা মূর্তির মতো-
মূর্তি না মানুষ,  না আমার ভ্রম !

দেখতে পেলাম না যাচাই ক'রে-
কাছে যেতে যতবার চেষ্টা করি,
চোখ ধাঁধিয়ে যায় এক তীব্র ঝলকানিতে-
হারিয়ে যায় এক মায়াবী গোলকধাঁধায়
কবি পার্থ সারথি চক্রবর্তী
কোচবিহার, পশ্চিমবঙ্গ 















1 Comments