সমুদ্র এখানে খেলা করে
চারিদিকে অসম বন্টিত জলরাশি
সমুদ্র এখানে খেলা করে
রাষ্ট্র তার অতন্দ্র প্রহরী
তুমি চাইলেই সমুদ্রের খেলা দেখতে পারো-
এখন যারা খেলা দেখছে ঠিক তাদের মত করে
তুমি যে বাড়িতে বসে সমুদ্র খেলা দেখবে
হঠাৎ দেখবে, বাড়িটিকে হাত ধরে সমুদ্র খেলতে নিয়ে যাচ্ছে।
তোমার বাগানবাড়ির প্রিয় ফুলটিকে
ছুটে এসে সমুদ্র ডেকে নিয়ে যাচ্ছে
তোমার গোয়ালবাড়ির গাভীটি
আর একাকী থাকতে পারছে না
সেও সমুদ্রের সাথে ছুটে চলেছে
এক মায়াবী খেলায়...
(আসামে বন্যায় পীড়িত মানুষদের উদ্দেশ্য)
কবি শুভজিৎ দে
শাশপুর, বাঁকুড়া
0 Comments