বর্ণজিৎ বর্মনের কবিতা



ওদিকে তাকাবেন না

একমুঠো গণগনে আগুন 
মুখে মেখে অরুণিমা বলেছিল 

ওদিকে তাকাবেন না !

কিন্তু কেন? কেউ কেন প্রশ্ন তুললেন না ?  শুধু জলে ভিজ্লেন অরুণিমা স্যানালের মা 

একা একা যুবতি সন্ধ্যা দাঁড়িয়ে তখন রাস্তায়

স্ট্রিট লাইট গুলি কতো অসহায় 
নীরবে জ্বলছিল 

কেউ কি বুঝলেন ?  অরুণিমার 
প্রশ্নটা ঠিক কোথায় ?

কবি বর্ণজিৎ বর্মন 
গোসানিমারি, কোচবিহার, পশ্চিমবঙ্গ


0 Comments