চন্দন সুরভি নন্দর কবিতা


মুক্তমঞ্চ

মুক্তমঞ্চ ডাক দিয়েছে নদীর তীরে ,
সম্মুখে পদদলিত ঘাস 
ফেলছে নিঃশ্বাস 
অসীম আলোয় তপ্ত বালুচরে ,

এখানে বৃষ্টি নেই ,
নেই কৃষ্টির মেহমান ,
কর্মতীর্থের বোবা দৃষ্টি 
এনেছে এক স্রোত উজান,

বাঁধ ভেঙে আসে প্লাবন,
হড়পা বানে অকাল শ্রাবণ,
হাঁটু ভাঙা ঘাস মাথা তুলে রয়
স্রোতের ভীড়ে-----

মুক্তমঞ্চ বেঁচে থাকুক নদীর তীরে। 

কবি চন্দন সুরভি নন্দ
বেলঘরিয়া, কলকাতা-৫৬, পশ্চিমবঙ্গ 














0 Comments