গোলাম রসুলের কবিতা



 একটি কবরখানার  সাক্ষাৎকার

এমন অদ্ভুত রাত্রি আগে কেউ কখনো দেখিনি
একটি কবর খানার সাক্ষাৎকার চলছে
আর কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে পৃথিবীর 
যত কাজ

আকাশে বাতি জ্বলছে একটি গাছের গোড়ায়
সেই আলো এসে পড়ছে মুখে
আর শরীরের বাদ্যযন্ত্র গুলো বেজে উঠছে

মধ্যযুগের হাওয়া
তাদের উত্তরাধিকারীদের খুঁজছে
টেবিলে মেঘের সরঞ্জাম
আর সারা কবরখানা মেঘে ঢাকা

ফিরে যাচ্ছে দিন সপ্তাহ বছর
এখন শরৎকাল  একটি ভবঘুরে আস্তানার মতো

বৃষ্টি হয়ে গেছে
রাস্তায় জমা জলে ভেসে রয়েছে দু একটি প্রতিষ্ঠান

কালো অন্ধকারে তালা দেওয়া

আমি দেখছিলাম উদ্দেশ্যহীন কারা গান গাইছে
আর হাততালিতে উড়িয়ে দিচ্ছে পালক

কবি গোলাম রসুল
৫৬/১৫, সেখপাড়ি লেন, সাঁতড়াগাছি, হাওড়া  





















0 Comments