নিমাই জানার কবিতা


লাল রঙের পুরুষেরা

একটি কঙ্কাল আবিষ্কার করেছি নীল পাঞ্জাবীর ওপর

মৃত শ্মশান আমার দুটি হাতে বিস্তর সবুজ ঘাস 
ফুটিয়ে তুলেছে
কাক এসে বসে নীল রুমালে
ভিজে যাওয়া কামুক গন্ধ লেগে আছে রুমালটির উপর
স্তব্ধ হয়ে আছে আকাশের চাঁদ
সরে যাচ্ছে শুধু নিষ্পাপ ভেপার ল্যাম্প
সকলেই লাল রক্তের ডেনসিটি মেপে নিতে চায় 
নাইট বাল্ব ঘুম সেরে নেয় লোনাজিপাম চোখের 
তলায় রেখে
আমার শরীরের ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র বিষকণা জমে উঠেছে বিদ্রোহের, সারি সারি লাল পিঁপড়ে
আগুন জ্বলছে শুক্রাশয়ের ভেতর
নিরীহ সপ্তম শ্রেণি পুড়ে যাচ্ছে একা স্টেফি সিকিউর, ভেন্ডিং মেশিনের দগদগে ঘা এত বড় রাষ্ট্রের !
একটি পিঁপড়ে এর জন্য আমাদের আত্মহত্যা 
উচিত ছিল
একটি মহাভারতের জন্য একটি চাকা স্থির  দাঁড়িয়ে আছে অনাদিকাল থেকে

অবশেষে অর্জুন গাছের তলায় সারি সারি পুরুষ সকলেই শবাসনে ,চিন্তামগ্ন, হরিদ্রাভ রঙের। 

কবি নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর

















0 Comments