চন্দন মিত্রর কবিতা


একলা ডাহুক

যেদিকে বিস্তৃত কাশ
থির জল
প্রিয় মুখ 
এই আশ্বিনে আমার
সেদিকে যাওয়ার ছিল
তবু পা
চলল না

আজ একলা অহং
ডুব দেয়
ঘোরতর
আমার গহীনে
অনন্য ডাহুক 
তন্ন তন্ন
খুঁজে ফেরে...

কবি চন্দন মিত্র
ভগবানপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা

















0 Comments