মোনালিসা পাহাড়ীর কবিতা



কারণ বৃত্তান্ত

একটাও ধানের চারা পোঁতনি কোনোদিন
অথচ ভাত নষ্ট করেছো দুবেলা...
পকেট ভর্তি অনার্জিত টাকা
বিলাস ব‍্যাসনের আধিক‍্য এতো বেশি
যেকোনো সুখই অসুখ মনে হয়
তাইতো সিঁড়ির পর সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছো
অধঃপতনের সুগভীর অন্ধকারে
জীবন নিয়ে খেলবার কলঙ্কিত দ্বারে...

আসলে জীবন তোমাকে নিয়ে খেলছে হরদম
না চাইতেই পেয়ে গেছো সব
রোদ জলের আগ্রাসন দ‍্যাখোনি
অভাবের জাদুকরী স্বাদ্ অজানা
কষ্টের শিলে পিষে, দুঃখের আগুনে পুড়ে নিখাদ সোনা হওয়ার সুযোগ ঘটেনি

তাইতো অপরূপ পৃথিবীর সব রূপই অধরা
আশ্চর্য আলোর জীবন ম‍্যাড়ম‍্যাড়ে ধুসর
ভালোবাসার মায়াবী আয়না অদেখা।

কবি মোনালিসা পাহাড়ী
মনোহরপুর, গড় মনোহরপুর, পশ্চিম মেদিনীপুর












 











0 Comments