মোনালিসা নায়েকের কবিতা



নিঃসঙ্গতা

কৃষ্ণচূড়া তোমার লাবন্যে কত প্রেমিক পুরুষের উন্মত্ততা
আবিরের উচ্ছ্বাসে সুখের ফাগুন আঁকা
বসন্ত শেষে তুমি  নিঃসঙ্গ
শরীর থেকে অঙ্গ খসে পরার ব্যাথা লুকিয়ে রাখো শক্ত মোড়কে
তোমার বুকেও যে আগুন জ্বলে তাতে শুধু ছায়ারেখা।

কবি মোনালিসা নায়েক 
আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ















0 Comments