অক্ষয় কুমার সামন্তের দুটি কবিতা


পাহাড়

আমি হাঁটছি পাহাড়ের দিকে। 

কি ভাবছো, সুন্দর প্রকৃতির চোখে চোখ রাখার জন্য? তাহলে তো দূর থেকেই লেন্সে চোখ রাখতে পারতাম। 

আমি ধীরে ধীরে মিশে যাচ্ছি নির্জনতার সঙ্গে। 

কে যে কাকে ভালবাসতে চায়...

আমি পাহাড় কে? না নির্জনতাকে? 

যদি উত্তর জানতেই হয় তাহলে পাহাড়ে যেও। 
দেখবে, নির্জনতা কখন তোমার হৃদয়ে 
ঈশ্বরকে ডেকে এনেছে তুমি তা টেরই পাওনি। 

বালিশ

বালিশ, জীবনের আশ্চর্যগুলোর মধ্যে একটি। 

যখন রাত্রি নামে সে মাথাকে কতো আদর দিয়ে তার ক্লান্ত সময় জ্যোৎস্না দিয়ে ধুয়ে দেয়। যখন ভীষণ কষ্টে চোখ গড়িয়ে জল নামে তখনও সে প্রেমিকের মতো চুম্বন করে শুষে নেয় সবকিছু।

অথচ ঘুম ভাঙলেই সে পড়ে থাকে একা। একদম একা...আধখোলা জানলাও তার সাথে একটু কথা বলে না।

আসলে কাছে থাকার দাম কেউই দেয় না। 

কবি অক্ষয় কুমার সামন্ত
সেলমাবাদ, পটাসপুর, পূর্ব মেদিনীপুর 











































0 Comments