দেবব্রত রায়ের কবিতা



স্থবিরতা

একটি যাওয়া সম্পূর্ণ হয় তার ফিরে আসায়  মেরুপ্রদেশে পৌঁছে যে স্রোত থানকাপড়ের 
মতোই স্থির হয়ে হয়ে আছে
তার ফিরে আসা একটি অনিশ্চিত 
গ্লোবালওয়ার্মিং নির্ভর হলে রাঢ়ের 
মাটি নিশ্চিয়ই একদিন ন্যাশনাল অ্যানথেমে সোমালিয়ায় নবান্নের গান শোনাবে 

ঠুটোঁ জগন্নাথের মতো ডিঙিনৌকাগুলির 
বৈঠাহীন যাতায়াতে কেষ্টপুরের খাল 
আপাতত ,আন্দোলন বিমুখ 
সল্টলেকের লোনা হাওয়ায় কবেই 
সেসব পঁচে টক-চুন হয়ে গেছে  
 
ভীষণ অন্ধকার-ভিড়ে শকুনির 
পাশাটিকে খুঁজে পাওয়ায় দুর্দায়  
এসব অজুহাতে রাজা উজির মারে 
এবং বাধ্য হয়েই একলব্যের পাড়াতেও 
কুরুক্ষেত্রের কৌশল অ্যাডপ্ট হয়ে যায় 
কিছু মিথ্যে-স্তোক,দানাপানি তোমার পকেট 
থেকে খসে ,আত্মহননের একটি ঘুঁজি গলির 
ভেতর হাইড্রেনের নোংরা জল বাসি মাছের 
চোখের  মতো স্থির হয়ে আছে 
মাস্ক এবং মাসকারা চর্চিত আলোর 
বিন্দুগুলি নেচে ওঠে ফোয়ারা স্তম্ভের 
অপ্সরা-কোমর পীরিতে 

কবি দেবব্রত রায়
 হাজরাপাড়া, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ  












0 Comments