পিস ওয়ার্ল্ড
যৌবন চলে যায় রাসবিহারী ক্রশিং পেরিয়ে ক্যাওড়া তলার অভিমুখে।
অন্তঃসত্ত্বা,অষ্টাদশী কাজের মেয়েটি।
ওকে দাও প্রতিশ্রুতি,দ্যাখাও---
গাছের সারির মতো দন্ডায়মান নিঝুম ক্লিনিক !
কমোডে ফেলে দু'তিনবার ফ্লাস ব্যাস,ফিনিশড্--- অঙ্কুরিত বীজের প্রক্রিয়া।
আকস্মাৎ ঝড়-বৃষ্টি,গাছেদের তান্ডব!
ট্রাফিক সিগন্যাল কাজ করছে না
যান নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে শহর জুড়ে।
এখন কি রীনা কে নিয়ে একবার প্রবেশ করা যায়
তপসিয়া বাইপাশ কানেক্টার হিন্দু কবরস্থানে?
0 Comments