অমৃতা খেটো'র কবিতা



 গোধূলি

চড়াই রাস্তাটা হঠাৎ ঢালু হয়ে নেমে গেছে -
সমুদ্রের আকর্ষণ এড়াতে পারেনি ,
এক মলিন পোষাকের বৃদ্ধ
একটি হৃষ্টপুষ্ট শক্তিশালী কুকুরের 
শিকল ধরে আছে 
মানুষের চেয়ে কুকুরের যত্ন অনেক বেশি -
কুকুরটি এসব জানে। 

গোধূলির গাঢ় অভিমানে -
সন্ধ্যাতারা ফুটে উঠল, 
রাত্রি গভীর হল, আকাশময় 
হীরের চুমকি বসানো নক্ষত্রের ইন্দ্রজাল... 

এসময় সব ইন্দ্রিয় সংবেদনশীল হয়ে উঠছিল -
চিন্তাগুলো মন থেকে বিচ্যুত হয়ে 
একা একা দূর হয়ে যাচ্ছিল -

কেউ এসব নজর করেনি -
ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে 
মুক্ত হয়ে গেল, তাদের প্রত্যেকের 
নিজস্ব জীবন, নিজস্ব গান 
ছন্দ - তাল - লয় সব ফিরে পাচ্ছিল... 

দুঃখ থেকে পালিয়ে যাওয়াই দুঃখ। 

কবি অমৃতা খেটো 
মেচেদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ



















0 Comments