মোহাম্মদ আকমাল হোসেনের দুটি কবিতা



কবিতা  ১

আমি ব্যস্ততাকে খুন করে ফেলেছি,কবিতা
হোয়াটসঅ্যাপ নম্বরটা দিও
ছবি তুলে পাঠাবো-আর একটা শব্দ ফ্রেম। 

সময় খুনে পাপ বোধ করিনা, 
সময়ের কোন রক্ত নেই 
প্রাণ আছে।তোমার চেয়ে অনেক কম দাম।

কোন পদাবলীর কাছে নেব না অনুতাপের মন্ত্র
হত্যার সময় পাশে দাঁড়িয়ে দেখো 
হাতে নিও একই অপরাধের ধারালো ছুরি। 

তোমাকে নিয়ে আমি সাম্রাজ্য সাজাবো
তোমার জন্য দশ নয়,লক্ষ বছর লড়ব ট্রয় যুদ্ধে। 

কবিতা  ২

মিসকল এলে আমার রক্তপারদ কথা বলে
স্নানের পর গরম ভাতে ছিটিয়ে নি নুন
সাড়ে  দশটায় ছেড়ে যাবে গৌরী  বাস
কবিতার সাথে প্রথম দেখা ভিড় 
বাসের হাতলে কবিতার সাথে প্রথম কথা কবিতার। 

সবাই জানে কবিতার সাথে আমার...
সুজয় কন্টাকটারের মুখস্ত আমার মুখ 

সেদিন স্যান্ডেলের ফিতে ছিড়ে গেলে
জানালায় মুখ রেখে চলে যায় কবিতা! 

কবি মোহাম্মদ আকমাল হোসেন
ব্রহ্মোত্তর, ছোট সুজাপুর, মালদা 




















0 Comments