অন্তরা দাঁ'র ছড়া



আগমনী 

মা দুগ্গা আসবে এবার 
এখানে যা সব হচ্ছে 
কোভিড ভাইরাসে উজাড় 
মানুষ ধুঁকে মরছে! 

আমফান ঝড় এলো তেড়ে 
বাড়িঘর সব গেলো উড়ে
ঝুপঝাপ গাছপালা পড়ে
ঠকঠক দরজা'রা নড়ে! 

এবার এলে রাখব ধরে 
যাসনে ফিরে শ্বশুরঘরে 
জামাই যতই ভিডিওকল করুক 

হাসপাতালে ডিউটি দিবি 
পি.পি.ই কিট সঙ্গে নিবি 
মন্দজনে যা খুশি তাই বলুক 

এন.ফাইভে নাক'টি ঢেকে 
দশ'টি হাতে সাবান মেখে 
এমন মারী জানিই দিবি রুখে 
দশভুজা এমনি বলে লোকে! 

তবু মা তুই আসবি বলে 
মর্ত্যবাসী দুঃখ ভোলে 
চারটি দিন হুস করে যায় চলে! 

কবি অন্তরা দাঁ
কাঁটাপুকুর উত্তর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 












0 Comments