বিকাশকলি পোল্যের কবিতা


আমার বাবা 

র্ষাকালে থাকত না কাজ 
আমার বাবার হাতে 
তবুও বাবা বেরিয়ে যেত
বাদল ঝরা প্রাতে।

হাঁটতে হাঁটতে নদী তীরে 
এদিক ওদিক ঘুরে ফিরে 
কোথায় বাবা যেত চলে 
ফিরত সেই রাতে।

দিনভর কোথায় ছিলে
কোথায়ই বা খেলে !
ঘুরে ঘুরে কোথাও কোন 
কাজ খুঁজে কি পেলে ?

মুচকি হাসি বাবার মুখে
আছে যেন পরম সুখে 
হাসতে হাসতে বলত বাবা 
ছিলুম আমি জেলে। 

বাবা ছিল এমনতর 
সহজ সরল স্বভাব 
বর্ষাজুড়ে সংসারেতে 
থাকত ভীষণ অভাব ।

যতই থাকুক টানাটানি 
লোক হত না জানাজানি 
বাবা মায়ের আচরণে 
পড়ত না তার প্রভাব ।

অভাব অনটনের কথা 
বাবার ভাল লাগত না 
তাই তো বাবা বেরিয়ে যেত
বাড়ি ফিরত না ।

আমরা দু'ভাই বোনে
পড়তাম আনমনে 
সংসার আর সকল কিছু 
সামলে নিত মা।

সকল কিছু আগের মতোই 
বর্ষা ফুরোলে 
বাবা তখন কাজের মানুষ 
কাস্তে কুড়ুলে ।

বনে বনে কাঠ কাটে 
ধান কাটে ভরা মাঠে 
আমরা বলি,এবার বাবা 
প্রাণটা জুড়লে। 

কবি বিকাশকলি পোল্যে
১৩,উষাপল্লী, গড়িয়া, কলকাতা 

























_____



0 Comments