হৈমন্তিক
ভোরের কুয়াশা হাসে
শিশির জমেছে ঘাসে
নরম শীতের ঢেউ
হৈমন্তিক ৷
ইতি-উতি সাদা কাশে
স্মৃতি ঘন হয়ে আসে
এ-মনের সাথে কেউ
ওই মন, ঠিক
মিলিয়ে দেবে তো, শ্বাসে...
বেঁচে থাকি বিশ্বাসে,
সবুজ মাঠের বুকে—
রোদ ঝিকমিক ৷
ফুলের মিষ্টি বাসে
প্রজাপতি আশে-পাশে
উড়ছে পরম সুখে,
মাতে দশদিক।
শিশির জমেছে ঘাসে
নরম শীতের ঢেউ
হৈমন্তিক ৷
ইতি-উতি সাদা কাশে
স্মৃতি ঘন হয়ে আসে
এ-মনের সাথে কেউ
ওই মন, ঠিক
মিলিয়ে দেবে তো, শ্বাসে...
বেঁচে থাকি বিশ্বাসে,
সবুজ মাঠের বুকে—
রোদ ঝিকমিক ৷
ফুলের মিষ্টি বাসে
প্রজাপতি আশে-পাশে
উড়ছে পরম সুখে,
মাতে দশদিক।
0 Comments