শঙ্খশুভ্র পাত্রের কবিতা


হৈমন্তিক

ভোরের কুয়াশা হাসে
শিশির জমেছে ঘাসে
নরম শীতের ঢেউ
          হৈমন্তিক ৷

ইতি-উতি সাদা কাশে
স্মৃতি ঘন হয়ে আসে
এ-মনের সাথে কেউ
           ওই মন, ঠিক

মিলিয়ে দেবে তো, শ্বাসে...
বেঁচে থাকি বিশ্বাসে,
সবুজ মাঠের বুকে—
            রোদ ঝিকমিক ৷

ফুলের মিষ্টি বাসে
প্রজাপতি আশে-পাশে
উড়ছে পরম সুখে,
              মাতে দশদিক। 

কবি শঙ্খশুভ্র পাত্র
উলাদপুর, বালিঘাই, পূর্ব মেদিনীপুর 

















             

0 Comments