রুমা মালিকের ছড়া



টাক

টা পোকাতে খাচ্ছে যে চুল
        মাথা হচ্ছে ফাঁকা,
   চিন্তাতে সব ঘুম উড়েছে
        পাড়ার জ্যাঠা কাকা।

  নামিদামি শ্যাম্পু ও তেল
        আর যে ডিমের লালা,
  তবুও চুল পড়ছে ঝরে
         হলো ভীষণ জ্বালা।

  তেল শ্যাম্পু-কে ছেড়ে লাগায়
         বিছুটি পাতার রস,
   খানিক পরে জ্যাঠা কাকার 
          মাথা করে খসখস।

   চুলকে চুলকে খসলো যে চুল
          যায় গড়িয়ে তেল,
   মাথা এখন চকচকে ঝাঁ
          যেন কয়েতবেল।

ছড়াকার রুমা মালিক
উদগড়া, পূর্ববর্ধমান, পশ্চিমবঙ্গ 














 










0 Comments