তাপস বর্মনের কবিতা


গল্প শোনাই শোন

সো  ছুটে ছোট্টরা সব
   গল্প শোনাই শোনো
ঐ যে দূরে বট গাছেতে
    পেত্নী আছে কোনো।

নামটি তাহার ক্ষ্যান্তমনি
     সদাই সজাগ থাকে,
কান্নাকাটি করলে কেউ
      ধরে আনে তাকে।

বীভৎস তার চেহারা খানি
      ইয়া লম্বা চুল,
গাছের ডালে বসে বসে
    দুপায়ে দেয় দোল।

কখনো হাসে হিঁ হিঁ হিঁ
   উঁ উঁ করে কাঁদে,
মট করে সে ঘাড়টি মটকায়
     পড়লে তাহার ফাঁদে।

এক দুপুরে রাখাল বালক
    যেই গেল সেইখানে,
অমনি রেগে ক্ষ্যান্ত পেত্নী
    ঠ্যাং ধরে তার টানে।

খেলতে যাওয়ার আগে বাছা
     ভেবো সাত পাঁচ,
যেমন তেমন নয় সে বট
      ক্ষ্যান্তমনির গাছ।

কবি তাপস বর্মন
খেজুরী,পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ 


















0 Comments