সূর্যের অভিমান
একদিন মোদের সূয্যি মামা
গেল ভীষণ চটে
কেমন করে একটা মানুষ
রোজ সকালে ওঠে ।
শীত, গ্রীষ্ম, বর্ষা কালেও
সময়ে ওঠা চাই
সকলের তো ছুটি থাকে
আমার কেন নাই ?
ঘড়ি ধরে পশ্চিম দিকে
যেতেও হয় অস্ত
একদিন না অস্ত গেলে
ভুল কি হবে মস্ত ?
অনেক চিন্তা ভাবনা করে
বলল গিয়ে মাকে
ঘুম ভাঙানোর এলার্ম টা যেন
কাল বন্ধ থাকে ।
কাল সকালে দশটা পর্যন্ত
ঘুমিয়ে থাকব আমি
যাক না কেন বিশ্ব জগৎ
হটাৎ করে থামি ।
মা বললেন--শোন রে বাছা
এমন বলতে নাই
ঠিক সময়ে উঠিস বলেই
আমরা বেঁচে যাই ।
হটাৎ করে থেমে গেলে
জগৎ হবে নাশ
তুই তো আমার সোনা ছেলে
এমন টা কি চাস ?
তুই না উঠলে কেমন করে
হবে বল দিন রাত
মানুষ,গাছ ,পশু,পাখি
সবার জীবন পাত ।
মায়ের কথায় সূয্যি মামার
ভেঙে গেল অভিমান
বলল মাকে - চাইছি ক্ষমা,
মূলছি আমার কান ।
কাল থেকে রোজ সকালে
উঠব সময় মত
এই না বলে মায়ের পায়ে
করল মাথা নত ।
তখন থেকে সূয্যি মামার
উঠতে হয় না ভুল
বলছি আমি সত্যি কথাই
ভেবো না এটা গুল।
0 Comments