সূর্য দত্ত'র কবিতা


সাব-জুনিয়র

শূন্যে পা আর মাটিতে মাথা
কসরত লাগে--কাঁচের মাঞ্জা,
টান দাও ঘুড়ি ঈশান কোণে 
কেটে গেলে যাক,আবার জুড়বো।
পড়া ফেলে ছুট,নীলিমা হেসেছে!
টেনে খেলে কাটি মুখপোড়া         
আর ঢিল দিয়ে লুঠি চাপরাসী।

বাজি ধরে পার মালির পুকুর
ক্যারামবোর্ড আর পিঙ-পঙ ছয়,
ছুটিয়ে খেলেছি খেপ ফুটবল 
আমরা তখন টেরি-কাট হিরো
আমরা তখন সাব-জুনিয়র।

কবি সূর্য  দত্ত
মহাকালী তলা বাই লেন, বাঁশবেড়িয়া, হুগলী
















0 Comments