শিশুর সাধ
আমি যদি পাখী হতেম
থাকতো দুটি ডানা,
দূর আকাশে যেতাম উড়ে
করতো না কেউ মানা।
সকাল সকাল মায়ের কোলে
একটু আদর নিয়ে,
ইচ্ছে মতো উড়ে যেতাম
ডানায় ভর দিয়ে।
দুপুরবেলা ফিরে আসতুম
রান্না হলে শেষ,
একে একে ঘোরা হত
আমার সেরা দেশ।
কোন্ শিশুটি বায়না ধরে
কেই বা পুতুল খেলে,
কোন্ শিশুটি কান্না থামায়
গল্প শুনতে পেলে।
দুপুরবেলা খাওয়ার শেষে
মায়ের কোলে ঘুম,
বিকেল হলেই নীল আকাশে
বেড়িয়ে পড়ার ধূম।
হাসি মুখে আসবো ফিরে
সূর্য ডোবার আগে,
ঠাম্মার মুখে গল্প শুনে
ঘুমাতে বেশ লাগে।
0 Comments