আশিস মুখার্জ্জী'র ছড়া


স্বপ্ন কথা

টা ডুমা ডুম ডুম           
ভেঙে গেল ঘুম,
রাত এখনো নিঝুম,       
করব এবার কি 
ভাবছি বসে তাই ,  
জলদি বলো, জলদি বলো 
সময় বেশি নাই।
একটু বাদেই ফুটে যাবে 
ভোরের রাঙা আলো, 
দুষ্টুমিটা করব কখন 
লাগছে না আর ভালো ।
কেউ কি এবার দেবে জ্বলে 
সুইচ টিপে আলো ?
অন্ধকারে করছে যে ভয় 
ভূতগুলো সব কালো ।
এমন সময় ফিসফিসিয়ে 
হাত দিল কে গায়ে ,
ঘাপটি মেরে আছি পরে 
শুকিয়ে গেছি ভয়ে।
বললো সে ভাই চুপি চুপি 
ভয় পেত না কানে,
ভূত বলে কি দয়ামায়া 
নেইকো মোদের প্রাণে।
তোমার তরে এই দেখ না 
বাড়িয়ে দিলাম হাত ,
বন্ধু হয়ে তোমার সাথে 
করব বাজিমাত ।
ঠিক তখুনি মাম্মী এসে 
বোলায় গায়ে হাত 
ভূতগুলো সব মিলিয়ে গেল 
হল কুপোকাত।
বাইরে তখন মিষ্টি সুরে 
আজানের সুর ,
ভাবছি আমি শুয়ে শুয়ে 
স্বপ্ন অনেক দূর।।  

সাহিত্যিক আশিস মুখার্জ্জী 
নিউ আপার চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান





































0 Comments