পুলককুমার বন্দ্যোপাধ্যায়ের কবিতা


জীবনপথিক

সকালে উঠেই সূর্যটাকে দেখো,
দিগন্ত জুড়ে রক্তিম উদ্ভাস;
শুভযাত্রার পথ চলা শুরু করো,
সেই পথে আছে সৃষ্টির উল্লাস। 

চলতে চলতে অনেক বন্ধু পাবে,
পায়ে-পা মিলিয়ে মহামিছিলের ডাক;
অগ্রগতির মন্ত্রটা শিখে নিও, 
ভেদাভেদজ্ঞান হাওয়ায় মিলিয়ে যাক।

কর্মপথের ক্ষণে-ক্ষণে আছে ভয়,
উদ্দাম ঝড়ে সমূহ সর্বনাশ;
তবুও তোমার অটল প্রতিশ্রুতি,
তবুও তোমার ভালবাসা, বিশ্বাস। 

এভাবেই ঠিক দুপুর গড়িয়ে যাবে,
সাক্ষী সুর্য তখনও মাথায় ভাসছে;
কীর্তি থাকবে পথের দু'পাশে ছড়ানো,
সেই পথ ধরে অনাগত কাল আসছে। 

এরপর আছে হিসেব-নিকেশ কষা, 
যোগবিয়োগের জটিল দুরূহ অংক;
নবচেতনার নির্ভীক প্রতিনিধি,
দিকে দিকে বাজে তোমার বিজয়শঙ্খ। 

বিকেল ফুরোলে যখন অস্তরাগ,
আকাশের গায়ে আবিরের বৈভব;
উদার মনের দরজাটা খুলে দেখো,
সামনে দাঁড়িয়ে মহাকাল ভৈরব। 

        সাহিত্যিক পুলককুমার বন্দ্যোপাধ্যায়
মসাগ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ


















0 Comments