দশ বছরের রোজনামচা
আমি ভালো নেই।
শুনছো! শুনতে চাইছো?
ভালো নেই।
আজ দশ বছর, হাজার এক
পথ্যের পরেও চিনচিনে ব্যাথাটা
স্বপ্নগুলোর পথ,আটকে দেয়।
কি অবিশ্বাস্য ভাবে আমি
স্বচেতনে আত্মছলন করি!
কিন্তু, মাঝে মাঝে কোথাও
পতন ঘটে,একটা দড়াম শব্দে
পিলে চমকে ওঠে।
শিরদাঁড়া বেয়ে নেমে যায়
একটা নদী!
ভান,ভান,ভান সবটা।
খেলাটা নিজের সাথে খেলে
দিনশেষে জয়ের মালা
তোমাকে পরিয়ে দিয়ে
বিদায় নেয়, আজ দশ বছর।
কবি বিষ্ণু চক্রবর্তী
কালী মহাবীর বাড়ি রোড, করিমগঞ্জ, আসাম
0 Comments