চাহিদা
কুৎসা যেন ঢেউয়ের মতো।
আপাদমস্তক ডোবাতে জল কিছু লাগে না!
সংসারে ক্ষুদ্র মনুষ্য।
অপরিমিত হামবড়াই।
ঈর্ষা ও রিরংসা ভেলকি দেখায়।
সততার দাম আছে নাকি!
কুৎসার সমুদ্রে হাবুডুবু---
উপভোগ্য দর্শকের ভূমিকাই শুধু বাকি।
দ্বিধাগ্রস্থ মন মিনতি করে,
দীনজনে দাও সুমতি।
এক জীবনে অপার আনন্দ কুড়াও
চাই না হীরামোতি।
0 Comments