মনোজ সাহার দুটি কবিতা


হৃদয় ছুঁয়ে

তোমার হৃদয় ছুঁয়ে আমার জন্ম
আমার জন্মান্তর;
তোমার হৃদয় নগরে ভারাটে পড়শী হব
মূল্য দেব রক্তে কিংবা ভালোবাসায়। 
অশান্ত হৃদয় কিলবিল করে প্রেমে
কিংবা যন্ত্রনায়। 

তোমার হৃদয়ে নদী ছুঁই ছুঁই জল
আঁকা বাঁকা সাঁতার দেব জলে
দুই হৃদয়ের মর্মকথা বেজে ওঠে
মেঠো বাউলের একতারে...তবু

আজ চিঠিতে লেখ পুরোনো প্রেমিক আমি। 

ঘুমন্ত সুর

মার খোলা আকাশ বড্ড আপন মনে হয়
তাই বাহু ছড়িয়ে মাঝে মাঝে গান শোনায়
কিন্তু সেতারে আচমকা বেজে ওঠে
অপরিচিত ভবিষ্যতের সুর। 
আমার শব্দ আর সুর বাতাসে মিশে যায়। 

আমি কাউকে বিশ্বাস করতে পারি না
পরিচিত অমানবিক মুখেরা এখন দারিপাল্লায়
বিশ্বাস ভাঙে সদ্য ভাজা পাপড়ের মতো...

আমি লিখি পরিবর্তন,প্রেম-বিবেক -
কলম ভাঙে নি:শব্দে,পাতা ছিঁড়ে
খাতা রয়ে যায় সাদা ধবধবে
আঁচড় কাটলে রক্ত ঝরে না,নখ ভাঙে
অতএব আমার ঘুম ভাঙে না। 

কবি মনোজ সাহা 
দেবীগঞ্জ, চাঁচল, মালদা














0 Comments