নানা রঙের যাপন
ঘোলা জলের আগুনে দুই রিপুর স্নান,
উড়ন্ত চালচিত্র থেকে চুইয়ে পড়ে ক্ষত।
পুড়েও পোড়েনি যাপনের নীল খোলা পিঠ,
আমার অবকাশে প্রতিধ্বনিকে স্বাগত।
উড়ন্ত চালচিত্র থেকে চুইয়ে পড়ে ক্ষত।
পুড়েও পোড়েনি যাপনের নীল খোলা পিঠ,
আমার অবকাশে প্রতিধ্বনিকে স্বাগত।
আদিম চিতায় রাজা বদলায় মানুষ,
ন্যাড়া গাছে অমরত্বের শর্ত আঁকে পরি।
কেটেও কাটছেনা দামি ঘুমের ঘোর,
চলোতো, কালপুরুষকে নালিশ করি।
নতুন মানচিত্রে কোথায় খুঁজব সাম্যবাদের সেতু !
মধুমাসের বিজ্ঞাপনে মরা শামুকের ডাক।
নদী হাতে যে এলোকেশী ছুটেও ছোটেনি
তার গর্ভে একটু শান্তি রাখা থাক।
বিশ্বায়ন থেকে পেড়ে এনেছি আরও এবং আরও...
সীমাহীন ছন্দপতন হালকা রোদে মেলি।
এখনও বেঁকেও বাঁকেনি শিরদাঁড়া,
মায়া ছাড়ো, এসো খেলনা-বাটি খেলি।।
ন্যাড়া গাছে অমরত্বের শর্ত আঁকে পরি।
কেটেও কাটছেনা দামি ঘুমের ঘোর,
চলোতো, কালপুরুষকে নালিশ করি।
নতুন মানচিত্রে কোথায় খুঁজব সাম্যবাদের সেতু !
মধুমাসের বিজ্ঞাপনে মরা শামুকের ডাক।
নদী হাতে যে এলোকেশী ছুটেও ছোটেনি
তার গর্ভে একটু শান্তি রাখা থাক।
বিশ্বায়ন থেকে পেড়ে এনেছি আরও এবং আরও...
সীমাহীন ছন্দপতন হালকা রোদে মেলি।
এখনও বেঁকেও বাঁকেনি শিরদাঁড়া,
মায়া ছাড়ো, এসো খেলনা-বাটি খেলি।।
0 Comments