একটি হামাবেলার জার্নি
সেসব শুধুই একটি হামাবেলার
ঘনিষ্ঠতা। ঘাসফড়িং,নুড়িপাথর
জন্মের আগে কি,কাউকেই চিনতাম না
সমানুপাতিক মাধ্যাকর্ষণেও
সকলেই জরায়ুর ব্যাসার্ধে পৌঁছাতে পারে না
যেকোনো এক্সপিডিশনের
পূর্বে একটি অভ্যাসের প্রয়োজন
অজস্র অ্যালপিনিস্ট তাদের-ই এক
সহযাত্রীকে পৌঁছে দেয় প্রি-ল্যান্ডিং
জোনে অথচ, প্রজাপতি, ফড়িং
ইত্যাদি তোমার পূর্বাশ্রমের আত্মীয়
চাঁদহীন নরম-জ্যোৎস্নায় চামড়া
পোড়ানো এক অগস্ত্য-জার্নিতে
অভ্যস্ত হয়ে ওঠো ক্রমেই
যে-কোনো কাজের পরিপূরক প্রফিট অ্যান্ড লস।
তোমার ঘুনসিটি কি,কোমরবন্ধের
মতো শুধুই, ট্রাউজারটিকে আটকে
রাখার জন্য অথচ,স্মার্টনেসও,
ডেপ্রিসিয়েশনের মতোই ক্রিয়াশীল!
মোরাম বিছানো সূর্যের আভা তোমার
যতটা পরিচিত আইফেল টাওয়ার
ঠিক ততটাই নয়
0 Comments