অসীম বিশ্বাসের কবিতা


অনুভূতি

মাইল যোজন দূরে - সাগর পারে
তোমার অনুভূতির ঢেউ গুনি।
ইচ্ছে ডানা মেলি ইথার তরঙ্গে,
হলুদ পাখির ঝরা পালক হয়ে-
নোঙর বাঁধি তোমার হৃদয়ে।
প্রেমের তুলিতে ক্যানভাস হয় রঙিন,
চোখে মুখে বুকে পাক দেয় 
তোমার উতপ্ত শ্বাস আর প্ৰশ্বাস।
সুখ রঙিন প্রজাপতি হয়,
ডুব সাঁতারে হুল ফোঁটায় পরাগে।
ভালোবাসার মৌচাক ভাঙ্গে
মধু ঝরে হৃদয়ের কার্ণিশে।
স্বপ্নের নীল ভুবন পাড়ি দিয়ে-
জিরেন রসের ভোরে জেগে উঠি,
ফিরে পাই নিজেকে সহস্র যোজন দূরে।
তোমার অনুভূতি দূঢ় করে প্রত্যয়,ভালোবাসার অপেক্ষা সেতো মধুর।


কবি অসীম বিশ্বাস
খারগড়, নভি মুম্বাই, ভারত 




















0 Comments