অনিন্দ্য দত্ত'র কবিতা


তীব্র আলোর দেশে

নেক দিন মন খুলে হাসিনি
হঠাৎ গ্যাস জ্বালালে যেমন দপ্ করে জ্বলে ওঠে 
তেমনি করে কথা জ্বলছে অন্ধকারে।  
আজকাল মানুষের সাথে কথা বললে,হড়বড় করে সে আগুন কথা বলবার যন্ত্র দিয়ে ঠিকরে পড়ে।
তাতে তারাও পোড়ে- পুড়ি নিজেও,
তখন রক্তচাপ ভয়ানক বেশি হয়ে পড়ে,হাত পায়ের উপর নিয়ন্ত্রণ থাকেনা।
কতকাল একা বসে গাছ দেখিনি
দেখিনি পাখির পালকে সন্ধ্যার রং
ঠান্ডা জলের পদ্মফোটা পুকুর।
শিমুলতলায় বহু আগে দেখা বিশাল অশ্বত্থ গাছের 
টিয়াদের ঝাঁক 
আজকাল স্বপ্নে ঠা-ঠা করে হাসে।
মধুপুরে জলঢোঁড়া অবিরত কবরখানার পুকুরে  মাছ ধরে যায়। 
কতকাল হয়ে গেল লুইপার সাথে বসে খাইনি,খন্ড খন্ড পোড়া মাছ--
নিজে অন্ত্রগুলো খেয়ে,আমার জন্য রাখতেন গোটা মাছটাই।
আজ বারো বছর হল বাবা আমাকে এই তীব্র আলোর দেশে ফেলে রেখে
নিজে ছায়ার দেশে চলে গ্যাছে। 

কবি অনিন্দ্য দত্ত
আন্ধেরী পূর্ব, মুম্বাই, ভারত
















 

0 Comments