
কানামাছি খেলা
এতো শুধু কানামাছি খেলা নয়।
আমার চোখ দুটো তুলে দিলাম তোর হাতে।
দেখি !এবার ধরতে পারিস কিনা !
সময় দশ আঙুলের ফাঁকে গলে যাচ্ছে প্রতিদিন।
আমি যখন উত্তরে তুই তখন দক্ষিণে।
পূবে এলেই শরীরের গন্ধ পাই
সরে যাই লাজুক প্রেমিকার মতো।
আমাকে যেন ডুবিয়ে দিচ্ছে ঘন অন্ধকার।
মাঠের ধারে দরজাআঁটা বাড়িগুলো-
হাঁ করে তাকায় আমার দিকে।
তুই তখন আরও মরিয়া
টলটলে সংসার গর্ভাশয়ে জন্ম দিস
অন্য এক চতুর 'বিনোদ' খেলা।
ঠিক তখনই জানিয়ে দেয় সময়ের ঘড়ি
জীবনের অন্য এক মানে-
'না ছুঁয়ে পানি সিনান করো হে।'
মূর্খের কোলাহলে পেয়ে যাবি ঠিক একদিন।
আলেয়ার পিছনে ঘোরার অর্থ-
পৃথিবী ক্রমশঃ নিঝুম।
0 Comments