
স্নান-দৃশ্য
মুক্তি দাশ
নীল রং সব উধাও! আকাশে
মেঘেদের সে কি কম ভীড়!
গর্জন শুনে বেশ বোঝা যায়,
আকাশ বড়ই গম্ভীর।
রিম-ঝিম-ঝিম টাপুর-টুপুর,
বৃষ্টি কত না ছন্দে!
ভরদুপুরেই ঘনালো আঁধার-
ভ্রম হয়, বুঝি সন্ধে!
পাখপাখলিরা ভিজেই একশা-
সাড়া নেই, বুঝি গাঁ-ছাড়া!
উঠোন-নদীতে কাগুজে নৌকো
ভাসিয়েছে কচি-কাঁচারা।
স্নানঘরে যেন শাওয়ারের নিচে
চানে রত সারা বিশ্ব-
মনের গভীরে গাঁথা হয়ে থাক
এই অপরূপ দৃশ্য!
0 Comments