সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের দুটি কবিতা
তুমি কবিতা
অদ্ভুত এক অন্ধকার ভেঙে ছিলাম,
তোমাকে পেতে আমারবাঁধা স্বপ্নগুলো ছাড়া পেয়ে বুনেছিল সবুজ বীজ।
আমার হাতে ধরা ছিল সদ্য ফোঁটা বকুল ফুল, ছিল উদাসী হাওয়ার মাতলামি !
আর ছিল বিরোধী হওয়ার অভিশাপ।
সবটুকু নিয়ে বেঁচে ছিলাম চেনা আকাশের নিচে,
বৃষ্টিভেজা দেওয়ালে তখন আর _
স্যাঁতস্যাঁতে গন্ধ পেতাম না ।
তাই খুলে রেখেছি দরজা আবার যদি আসো,
ঠিক তখনই কবিতা সামনে হাসিমুখে আসে।
ঘুম ভাঙা স্বপ্ন
কেউ ঘুমন্ত সমুদ্রকে
একদিন গোধূলি বেলায় ভালোবেসে
বলেছিল প্রবালের গান শুনতে যাবে।
কিন্তু সেবার আঘাত পেল,
মৃত্যুর কালো ছায়া নিয়ে
চাঁদের আকর্ষণে হাজির হল আদিম উন্মাদনা !
সমুদ্রের ঘুম নিয়েছিল কেড়ে
তান্ডব নৃত্য ক্ষয়ক্ষতি দেখে
বাকি জীবন সমুদ্র অতীতের
মধুর স্মৃতিটুকু নিয়ে ছিল বেঁচে।
তাই কেউ আর কোনদিন
ভাঙতে চায় নি ঘুমন্ত সমুদ্রকে।
0 Comments