খিদের পাণ্ডুলিপি
সুধাংশুরঞ্জন সাহা
দুঃখসমগ্র ঘাঁটতে ঘাঁটতে বুঝেছি,
বিশ্বাস এক একরোখা জেদী সরলরেখা।
অন্যদিকে তাকাবার ফুরসত নেই তার।
অসমবয়সী খিদের গল্পবিবাদ
এবং সবুজ ধানের বনিবনা নিয়ে
মুহূর্তরা হারিয়ে যায় সময়ের আবর্তে।
শুধু বেঁচে থাকে হাহাকার,
বৃক্ষনিধনকথা আর পরিযায়ী পাখির
বাসাবদল আখ্যান!
সবুজ ধানক্ষেত ক্রমশঃ সোনালি রঙে মাতায় মাঠ।
গোপনে তৈরি হয় অস্বচ্ছ জোট,
শুরু হয় রক্তক্ষয়ী ধানকাটার কাজিয়া।
ধানের শীষে রক্তে লেখা হয় খিদের পাণ্ডুলিপি।
0 Comments