পরমায়ু
গৌতম কুমার গুপ্ত
স্বার্থ ছুঁয়ে থাকা অখন্ড এই মাংসপেশী
ভুল করেও পরার্থে কদাপি নয়
ফুল তুলে গেঁথে নেয় পবিত্র পাপে
মুঠোবন্দী করে সময়সারণী
হাতের ম্যাজিকে
স্বর্গ থেকে আমদানী করে এনেছি
মিহি বাতাসের লয়
সেই ই তো প্রথম এবং দুর্বোধ্য জয়
নরকে শুধু ভাগ করে রাখো
আদায়ের নয়ছয়
কাঁচ খুলে লুফে নেয় ঘ্রাণ স্বচ্ছ শরীর
অদ্ভূত মায়াবী গাত্রবর্ণে প্রতিমার ঢং
এঁকে ফেলি নিঁখুত এক উৎসবের রঙ
জলবায়ু আমাদের গৃহে ডেকে নেয়
কতটুকু জল আর কতটুক বায়ু
বেঁচে থাকা প্রবলে স্বার্থপর
আগামী পরমায়ু
0 Comments