আকাশবৃক্ষ ~ অভীক মুখার্জ্জী'র কবিতা


আকাশবৃক্ষ
অভীক মুখার্জ্জী

একটা সময় আসে
যখন বৃক্ষ ধূমকেতুর পাশাপাশি
আকাশ শাসন করে।  
পাখিরা মাটিতে বসে শুধু দেখে,
ওরা আর উড়তে চায়না।
পা দুটো মাটিতে গেঁথে রাখে।
যেরকম এতদিন গাছেরা ছিল।
পাখিদের পা মাটি ভেদ করে জলের সন্ধানে যেতে চায়।
দুর্বল পালকে তারা ঝড় ঝাপ্টা সামলাতে পারেনা।
ডানার অধিকার গেছে বৃক্ষের দখলে।
বৃক্ষ নিশ্চুপে উড়ে চলে,
একা ও দিগ্ভ্রান্তহীন।
তবু তার পাতার উড়ানে আকর্ষণ নেই I
সেই থেকে জীবন আর পাখির চোখে দেখেনা কেউ।

কবি অভীক মুখার্জ্জী
                 আড়িয়াদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ














0 Comments