প্রথম প্রশ্রয়
বিকাশ চন্দ
কপালে ছুঁয়ে আছে কাটা চিহ্ণ মৃত্যু হীন উল্কি
কুষ্ঠি ছকে হিসেব কষছে তৃতীয় পুরুষ অসবর্ণ শরীর,
কাল চক্রের হদিস নেই পৃথিবীর দেয়ালে জন্ম ফাটল
নীল নীহারিকায় পরিযায়ী মানুষের ভবিষ্যৎ বাঁচে,
পৃথিবীর মাটির ভেতরে জ্বালা সমুদ্র গহ্বরে জ্বালা মুখ
বুকের ভেতর অন্ধকার আশ্চর্য অসুখ আর বিকল ফুসফুস।
জোয়ান বয়স দেখেছিল এ সময়ের মুরুব্বি পুরুষ
জোয়ারী শরীর বেঁধেছিল কলাবতি বুকের বাসুকি,
সকল উচ্চারণে বেজোড় রক্ত কণা দু'চোখের মণি
গাছে পাতায় ফুলে পাখি ডাকে বর্ষা অঙ্কুর কথা,
স্বাধীনতা হয়ে গেছে সকল প্রাপ্ত মনস্ক বন্য বোধ
বিনিদ্র সময়ে খসে পড়ে অন্তরাত্মা বিনীত ব্রহ্মচর্য।
মারমুখো বজ্রাঘাত ছুঁয়ে গেছে মাটি চেরা ফাল
বহুবার ছিন্নভিন্ন গেরস্থালী বদল চিত্রপট,
হাপিত্যেশ সময় দ্রুত বদলে যায় অসংলগ্ন আচারে
মাটি জাপটে বাঁচে রক্তে জলে অনন্ত পিপাসা,
চেনা মুস্কিল সম্ভ্রান্ত পরিসরে ঘাতকের মুখ ছবি
অচেনা প্রতিধ্বনি রক্ত জন্ম খোঁজে প্রথম প্রশ্রয়।
0 Comments