বিলাসিতা ~ তুলসীদাস ভট্টাচার্য'র কবিতা


বিলাসিতা 
তুলসীদাস ভট্টাচার্য

কেউ কোথাও নেই

পাহাড়ের গা বেয়ে
আছড়ে পড়ছে জলপ্রপাত

বিরামহীন বয়ে চলে
মোহনার দিকে

সূক্ষ্ম জলকণায় সাতরঙা পৃথিবী
মাটি খোঁজে

মাছরাঙার ঠোঁটে আঁশটে গন্ধ 

ক্ষয়ে যাওয়া নুড়ি পাথরে 
কতটা আনন্দ  কতটাই বা বেদনা! 

বিলাসী চোখে বিকিয়েছে ইতিহাস। 

কবি তুলসীদাস ভট্টাচার্য
শালডাঙ্গা, জগন্নাথপুর, বাঁকুড়া
















0 Comments