খোঁজ ~ মানসী মিশ্র হালদারের কবিতা


খোঁজ 
মানসী মিশ্র হালদার

সময়ের হাত ধরে
অসময়ের রথচক্রে ঘুরে চলেছি।
অযথা আনন্দ কিংবা কৌতুক
বেমানান বড়ো আজ।
তবে সিংহাসন কিন্তু স্থির
সে তার লক্ষ্যে অবিচল।
সেনারা বড়োই সাহসী
দিতে পারে প্রাণ অবিরাম।
আমি শুধু আলোক রেখার খোঁজে
পথ হাঁটি গুটি গুটি পায়ে।

কবি মানসী মিশ্র হালদার 
                 মহিষাদল, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ 



0 Comments