রংধনু ~ সুকান্ত মণ্ডলের কবিতা


রংধনু
সুকান্ত মণ্ডল 

অথচ খাঁ খাঁ রোদ্দুরে পুড়ে যাচ্ছিল শরীর
প্রেমহীন অরণ্যের দাবানল আকাশ ছুঁয়ে
মেঘের বিষাদ হয়ে ঝরেছিল সেদিন মনে।

প্রথম আলাপের কথা ভাবতে ভাবতে
মৌসুমী গিটারে শুনি বৃষ্টি নামার সুর।
কোথায় তুমি? কোন জানালায় পর্দা নামাও এখন?
বৃষ্টি দিনে একলা ছাতায় রোজ
                      এখনও আমি তোমার করি খোঁজ...

এলে, রঙ হয়ে এসো,
বেলা গড়িয়ে যাওয়ার আগে

বিবর্ণ আকাশে অন্তত একটা রংধনু এঁকে দিও।

কবি সুকান্ত মণ্ডল 
মালদা, পশ্চিমবঙ্গ, ভারত 



















1 Comments