স্মৃতি ~ হামিদুল ইসলামের কবিতা


স্মৃতি 
হামিদুল ইসলাম 

পৃথিবী এখনো ঘুমিয়ে আছে মৃত পাহাড়ের মতো
কচি কচি ঘাসের ডগায় শিশির 
ভিজে যাচ্ছে শৈশব 
বিবর্ণ পাঠশালা 

নস‍্যাৎ শব্দে ভেসে যাচ্ছে আমাদের কৈশোর প্রেম ।।

মজিদার হাতে একগুচ্ছ কাশফুল 
পাখা মেলছে ক্লান্ত সকাল 
শান্ত নদী 
ভাঙা পাড়ে জেলেদের নৌকো বাইচ 

আমরা পেরিয়ে যাচ্ছি শিশির স্নাত রৌদ্রোজ্জ্বল কথকতা।।

ছায়াডোবা জলছবি 
ভূগোলের নির্জন সৈকতে শিউলি ঝরা সুবাস 
কাগজের নৌকোয় স্বপ্ন স্নান 
ভেসে যাচ্ছে লালপরী নীলপরী 

কাঠের গুদামে ঢাকা সূর্য ছায়া ফেলে অশথের চারণভূমি।।

বিকেলের অপার্থিব বাজার 
বিকিকিনি নেই 
কেবল পড়ে আছে অসহায় কলরব 
সান্ধ‍্য উঠোনে চরে একঝাঁক শালিক

কতো কথা কানাকানি জন্ম নেয় দোপাটির ভেজা আঙিনায়।।

হৃদয়ে হাওয়ার শব্দ শুনি 
চারদিকে পূজো পূজো উৎসব 
দাদুর চশমায় কামরাঙা দুপুর বিকেল হয়ে আসে 
স্মৃতির নিঃশর্ত অববাহিকায় 

ঢাকের বাদ‍্যে আমরা শুনি অসুর নিধনের শ্বাশত যজ্ঞ।।

কবি হামিদুল ইসলাম
কুমারগঞ্জ, দ: দিনাজপুর, পশ্চিমবঙ্গ



0 Comments