দিন বদলের ডাক ~ নিমাই মাইতির কবিতা


দিন বদলের ডাক
নিমাই মাইতি

অন্ধকার থেকে আলো এসে ডাকছে।
ঘুম ভেঙে চেয়ে দেখি
মড়কের মাঠ দিকশূন্যপুর ।
সবুজ হাওয়ার স্রোত
খলখল উচ্ছ্বাসে হেঁটে যায়
আমি উঠে বসি ঘরের চৌকাঠে।

এত যন্ত্রনা, এত কান্নার লাভা
কখন হারিয়ে গেছে আমি বুঝতে পারিনি,
ফিরে দেখি এপাড়া ওপাড়ার আপনজনেরা
ভোরের আলোর মতো কলকল ছলছল,
আমার চোখের জল যেন জ্যোৎস্না হয়ে
মাটি ভিজিয়ে দিচ্ছে।

আলোয় ভেসে যাচ্ছে মানুষের মুখ
এ বিশ্ব চরাচর।

কবি নিমাই মাইতি 
খঞ্জন চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর











0 Comments