হৃদস্পন্দন সম্পর্কিত কিছু কথা, প্রচ্ছদ ও সূচিপত্র


হৃদস্পন্দন সম্পর্কিত কিছু কথা 
অনিন্দ্য দত্ত 

খুব বেশিদিন হয়নি এই ওয়েব ম্যাগাজিন  বার হচ্ছে নেট দুনিয়ার অলীক পাতায়। বছরখানেক হবে বোধহয়।কিন্তু প্রথম থেকেই এই পত্রিকা শেরউড বনে লিটিল জনের মতো,বড় বড় রবিনহুড পত্রিকার চোখে চোখে তাকিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে,  
"কেউ আমাকে দুর্বল ভেবোনা,আমি এসেছি,আমি আছি।"

আর কিছু দিন পরেই শারদ উৎসব।
বাঙালির জীবনের সবচেয়ে আদরের, সবচেয়ে আগ্রহের জিনিস,যখন ঘর থেকে  মানুষ বাইরে যায়,বাইরে থাকা আদরের মানুষ ফিরে আসে ঘরে। সেই মহামিলনের ক্ষণে,বাঙালি তার নানা জমে থাকা কথা, প্রিয়জনের সাথে বিনিময় করতে চায়,তাই সেইসব কথা ফুটে ওঠে ছাপার অক্ষরে,ক্ষুদ্র,বিরাট নানা পত্রপত্রিকায়।
কিন্তু,গত প্রায় দুই বছরের উপর বিশ্বজুড়ে  চলছে এক অতিমারীর সন্ত্রাস,যাতে বলি হয়েছেন চেনা অচেনা কত না প্রিয় মানুষ,  আজ এই সংক্রমণের প্রকোপ কমে এলেও, ভয়ের ঢেউ এর পর ঢেউ বার বার ধাক্কা মারছে আমাদের। উপদ্রুত হচ্ছে আমাদের সুজলা সুফলা শান্তিপূর্ণ উপকূল। 

মোরা,তাইতে কি ভয় মানি, 
জানি বন্ধু জানি
তোমার আছে যে হাতখানি।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার তরণী,তার সুযোগ্য কান্ডারী সম্পাদক শান্তনুর হাত ধরে ঠিকই নোঙর করবে সু- সাহিত্যের সুরম্য উপত্যকায়।
কারণ সেই তরণী যে আমাদের স্বপ্ন  দেখিয়েছে,এক নতুন প্রতিশ্রুত দেশের, আমাদের সবাইকার হৃদস্পন্দন এ অনুরণিত হয়ে উঠেছে সেই যাত্রাপথের  আনন্দগান।

সূচিপত্র:

কবিতা-

তৈমুর খান ~ সুজিত রেজ~ উদয়ন চক্রবর্তী ~ প্রাণকৃষ্ণ ঘোষ ~ দীপক জানা ~ দ্রোণ মুখোপাধ্যায় ~ গৌতম কুমার গুপ্ত ~ অভিনন্দন মাইতি ~ বিমল মণ্ডল ~ নাসিম বুলবুল ~ অসীম মালিক ~ অমিত চক্রবর্তী ~ অসিকার রহমান ~ প্রেমাংশু শ্রাবণ ~ দীপক বেরা ~ নিমাই জানা ~ সুধাংশুরঞ্জন সাহা ~ কাঞ্চন রায় ~ জয়শ্রী সরকার ~ পলাশ দাস ~ লক্ষ্মণ দাস ঠাকুরা ~ অনুশ্রী যশ ~ অনঞ্জন ~ শ্রীমন্ত সেন ~ হামিদুল ইসলাম ~ বিকাশ চন্দ ~ অসীম বিশ্বাস ~ শুভ্রাশ্রী মাইতি ~ প্রনবরুদ্র ~ লিটন শব্দকর ~ মানস চক্রবর্ত্তী ~ চিত্তরঞ্জন গিরি ~ শর্মিষ্ঠা ঘোষ ~ সায়ন্তি হাজরা ~ খায়রুল ইসলাম ~ অশোক কুমার দত্ত ~ সুমনা ভট্টাচার্য্য ~

গুচ্ছ কবিতা-
             মহম্মদ সামিম ~ দালান জাহান

অনুবাদ কবিতা-
               অভিষিক্তা ঘোষ

অণু কবিতা-
           অনন্য বন্দ্যোপাধ্যায়

মুক্তগদ্য-

বিকাশ রঞ্জন হালদার ~ অন্তরা দাঁ

প্রবন্ধ
          সৌম্য ঘোষ

নিবন্ধ-
   বারিদ বরন গুপ্ত ~ সুদীপ ঘোষাল

ভ্রমণ কাহিনি -
              অদিতি ঘোষ দস্তিদার

রম্যরচনা- 
            প্রবীর দে

বড় গল্প-

সিদ্ধার্থ সিংহ ~ ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটগল্প-

পাভেল ঘোষ ~ শৌভিক চট্টোপাধ্যায় ~  সুষ্মিতা রায়চৌধুরী ~ সৌমিত্র চৌধুরী ~ হেমন্ত সরখেল ~ নিশিকান্ত রায় ~ শর্মিষ্ঠা ~ পীযূষকান্তি সরকার ~ আবীর গুপ্ত ~ দেবদাস কুন্ডু ~ শুভ্র শোভন রায় অর্ক ~ অমৃতা বিশ্বাস

অণুগল্প-

রবীন বসু ~ বিশ্বদীপ ঘোষ ~ সমাজ বসু ~ দেবাশীষ মুখোপাধ্যায় ~ মুক্তি দাশ ~ মিনতি গোস্বামী

চলচ্চিত্র সমালোচনা-
                          অভিষেক ঘোষ
বিশেষ রচনা-
             সুমন্ত বন্দ্যোপাধ্যায়

*প্রচ্ছদ শিল্পী: মানসী হাজরা 


0 Comments