দুটি কবিতায় ~ তৈমুর খান


তৈমুর খানের দুটি কবিতা 

১.

বাবার ক্ষেত 

বাবার ক্ষেত পাহারা দিচ্ছি 
এই রাত নেমে আসছে 
রাতের বিষণ্ণ ডানা 
ঢেকে দিচ্ছে মৃদু প্রদীপ 
শস্যগুলো হাত বাড়াচ্ছে : 
কোলে নাও! একবার আদর করো! 

চারিদিকে কুহক ছড়িয়ে পড়ে 
ধ্রুব তারাটির চোখে চেয়ে থাকে বাবা 
আমিও সারারাত জেগে মাটির উত্তাপ চাই 
মাটির শরীরে...

২.

কেরোসিন 

কেরোসিন ফুরিয়ে গেছে 
দৈন্যের লম্ফু নিভে যাবে 
আলোতে কী দেখতাম আমি 
অন্ধকারে কী দেখব তবে ? 

হা করা রোশনি সব 
কেউ কারো কাছেই থাকে না 
ডোমনির মতো দেহ দেয় 
দেহে বিদ্ধ করার মতো লিঙ্গ কই ? 

পেছন ফিরেই গেছি 
দূর্বাজলে শ্যামর়াধা খই 
তাই নিধি 
নিধিকে বসাই কোলে 
কেরোসিন নেই বলে 
মনে মনে রোদ 

সব জানে কেউ কেউ 
হাঁসের গলায় ডাকা ভাষা 
শুনতে পাই 
শুনেও বুঝি না 
নষ্ট সব অর্থ এর 
নির্জনে বসাই... 

কবি তৈমুর খান রামরামপুর (শান্তিপাড়া), বীরভূম, পশ্চিমবঙ্গ





0 Comments