এসকেপিস্ট ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


এসকেপিস্ট
মীরা মুখোপাধ্যায়

ঘুমের মধ্যে আমার একটা বদ্বীপ আছে
সেই  বদ্বীপের মধ্যখানে একটা  বাড়ি 
মহুয়া আর কৃষ্ণচূড়ায় পাঁচিল গাঁথা 
ঘুমের মধ্যে বাতাস খেলে অন্ত্যক্ষরী

সারাটা দিন তাইতো আমার এপাশ ওপাশ 
নষ্ট হওয়া, ভ্রষ্ট হওয়া, ভিক্ষে চাওয়া...
সেই ঘুম চাই , মাথা অব্দি, গভীর অতল
যে ঘুম জুড়ে বইতে থাকবে নদীর হাওয়া 

ঘুমের বাইরে কে আমাকে চিঠি দেবে !
ঘুমের মধ্যে ডাকহরকরা বাড়ি চিনে
শিউলি গাছে টাঙিয়ে দেয় শরতসকাল
কাশফুল আর আহির দিয়ে ফি আশ্বিনে

সাজাতে সেই বদ্বীপ আমি কুড়িয়ে বেড়াই
খস্ ,ইত্বর, কাঁচকড়া আর স্বপ্ন তামাম
ইচ্ছে করে সারাজীবন এমনি ঘোরে...
ঘুমের মধ্যে এমনি যদি মরে যেতাম

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া













0 Comments