শব্দসার ~ শ্রীমন্ত সেনের কবিতা


শব্দসার 
শ্রীমন্ত সেন 

ঘুমন্ত কিছু শব্দ ঘুমিয়েই থাক
বুকের কোনায়—কিছু কিছু শব্দসন্ধান
ব্যর্থতায় ভরে যাক
শব্দযোনি কবিতারা মৃতবৎসা হোক
সারস্বত শোক
জীবনানন্দে খুঁজে পাক
জ্যোৎস্নাভেজা ভাবের কাব্যলোক

জীবন-ফুঁড়ে-ওঠা রক্ত-ঘাম-ক্লেদ-বিবমিষা
তারই মাঝে পংক্তিভোজে মেটাক
অপূর্ণ জীবনতৃষা
সকালের আলো নিপাতনে সিদ্ধ হোক
বিদ্ধ হোক যত
শব্দসার অর্থের বিড়ম্বনা

কবি শ্রীমন্ত সেন 
২৯//ভাগীরথী লেন, মাহেশ, হুগলী












0 Comments