পীযূষ কান্তি সরকারের অণুগল্প
কল্
সকাল সাড়ে আটটার বাসটা ধরতে পারলে আমার আইটিআই-য়ে ধীরে-সুস্থে পৌঁছতে পারি না-হলে খুব অসুবিধে হয়। যেতে হয় বাজারের উপর দিয়েই। সেদিন রঙচঙে বাইকের পিছনে বাজার চাপিয়ে স্টার্ট দেওয়ার উপক্রম করছিল আভাস। আমায় দেখে ডেকে দাঁড় করিয়ে বলল, " কিরে বেশ তো মাঞ্জা দিয়ে বেরিয়েছিস, তা চাকরি কোথায় পেলি ?"
-- দক্ষিণ কলকাতার একটি আইটিআই-তে আছি। ওয়ার্কশপ ইন্সট্রাক্টর।
-- যাক 'বেকার' নাম-টা ঘুচলো তাহলে ! তোর জন্য কত যে চেষ্টা করেছিলাম ...।
তখন একটা প্রাইভেট ফার্মে আছি -- মালিক অরুণ আগরওয়াল। সারাদিন মুখ বুজে কাজ করেও কর্তৃপক্ষের গালাগাল হজম করতেই হত। আভাস সব শুনে ব্যবস্থা করবে কথা দিয়েছিল। ওর একটা খুব পরিচিত কোম্পানির ভিজিটিং কার্ড দিয়ে দেখা করতেও বলেছিল। ইণ্টারভিউ -- নামেই। ম্যানেজার জানিয়ে দিয়েছিলেন 'কল্' আভাস স্যারের মাধ্যমেই পাঠানো হবে।
একদিন আভাসের সঙ্গে দেখা--সোৎসাহে ম্যানেজারের কথা বলতেই সে বলে উঠল,"আসলে কী জানিস,ওদের এয়ার-কণ্ডিশনড্ মিটিংরুমে যখন আড্ডায় বুঁদ হয়ে যাই,তোর কথা মনেই থাকে না। আসলে তখন তো রঙিন জগতে চলে যাই,বুঝলি না...!"
0 Comments