ভাইফোঁটা ~ সিদ্ধার্থ সিংহ'র অণুগল্প


সিদ্ধার্থ সিংহ'র অণুগল্প 
ভাইফোঁটা 

বাড়িওয়ালি এসে নীচের ঘরের ব্যাচেলর ভাড়াটেকে বলল, চিন্টু, সারা বছর ধরে তো দেখি তোর ঘরে রাতবিরেতেও বড় বোন, মেজ বোন, সেজ বোন, ন'বোন, এই বোন, ওই বোন, সেই বোনেরা আসে। কাল তো ভাইফোঁটা। কাল‌ যদি তোর কোনও বোন না আসে, তা হলে এ মাসের তিরিশ তারিখে কিন্তু ঘরটা ছেড়ে দিস, কেমন?

সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
২৭/পি, আলিপুর রোড, কলকাতা







1 Comments